নিজস্ব প্রতিবেদকঃ- আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন চাইবেন বরিশাল উত্তর জেলা বিএনপির ১ নং সদস্য ও মুলাদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আঃ ছত্তার খান। গত শুক্রবার ঢাকার মিরপুরে বসবাসরত বাংলাদেশ জাতীয়তাবাদী দল, অঙ্গ ও সহযোগী এবং পেশাজীবী সংগঠনের সমন্বয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আঃ ছত্তার খান এ কথা বলেন।
তিনি আরও বলেন, ছাত্র জীবন থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণীত হয়ে রাজনীতির সাথে যুক্ত হয়েছি।মুলাদী উপজেলা ছাত্রদল,যুবদল ও বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। আপনারা আমাকে ধারাবাহিকভাবে মুলাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মুলাদী পৌরসভার মেয়র এবং মুলাদী উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে ভোট ও সমর্থন দিয়ে বিজয়ী করেছিলেন।এ কারনে আপনাদের প্রতি আমি চির ঋণী ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এতে ঢাকার মিরপুরে বসবাসকারী প্রায় ৫ শত জন বিএনপি নেতাকর্মী উপস্থিত ছিলেন। মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তারেক হোসেনের সভাপতিত্বে ও রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর চেয়ারম্যান ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে’র সিনিয়র সদস্য এস এম. জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা জাসাস’র সভাপতি হুমায়ুন রাশেদ কবির ঢালী, মুলাদী উপজেলা বিএনপির আহ্বায় কমিটির সদস্য মাস্টার রুহুল আমিন মোল্লা, মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ নুর আমীন, অভিভাবক সদস্য ফারুক আহমেদ হেলাল, মুলাদী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মুলাদী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মশিউর রহমান বেলাল, স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট ও বরিশাল উত্তর জেলা জাসাস’র সিনিয়র সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান লিটন ঢালী। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সেনা সদস্য মোঃ রহমতউল্লাহ, মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সদস্য স্থানীয় বিএনপি নেতা মোঃ আবুল হোসেন, বিএনপি নেতা মোঃ জাহিদ হোসেন মোল্লা, চরকালেখান ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল লিটু, বিএনপি ইতালি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহীন কবির, চরকালেখা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন সোহেল, হাজারীবাগ থানা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহরিয়ার আলম টিপু। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন চরকালেখান ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মোঃ আবু হানিফ।
প্রধান অতিথির বক্তব্যে আঃ ছত্তার খান বলেন, মুলাদী-বাবুগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন ও বিএনপির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমান ঘোষিত ৩১ দফা প্রচারণায় আমরান সদা সোচ্চার। দখলবাজি, চাঁদাবাজির রাজনীতি আমরা বিশ্বাস করি না। আমরা উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। তিনি আরো বলেন, বিএনপি পরিচয়ে একটি মহল মুলাদীতে ফ্যাসিস্টদের দোসরদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। এতে করে বিএনপির সাংগঠনিক ক্ষতি হচ্ছে এবং তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। বিষয়টি আমি দলের নীতি নির্ধারকদের অবহিত করেছি। তিনি বলেন, মুলাদী-বাবুগঞ্জ হবে ফ্যাসিস্ট এবং দুর্নীতিমুক্ত একটি নির্বাচনী আসন। এ বিষয়ে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। আঃ ছত্তার খান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে আমি বিএনপির মনোনয়ন প্রত্যাশী। বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) এর উন্নয়নে সকলের সার্বিক সহযোগীতা কামনা করছি।