স্টাফ রিপোর্টারঃ- প্রশিক্ষিত সাংবাদিক সমাজ আমাদের প্রত্যাশা” এ স্লোগান কে সামনে রেখে সংবলিত সাংবাদিক সংগঠন রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) কালিয়া উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে।
১৫ আগষ্ট (শুক্রবার) বিকাল ৪টায় নড়াইল সভাপতি সাজ্জাদ আলম খান সজল ও সাধারণ সম্পাদক স্বপন কুমার দাসের স্বাক্ষরিত ১১ সদস্য বিশিষ্ট কালিয়া উপজেলা কমিটি ঘোষনা করা হয়।
এ কমিটির সভাপতি পদে মনোনিত হয়েছেন, দৈনিক জনতা পত্রিকার নড়াইল জেলা প্রতিনিধি মামুন মোল্যা,দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার কালিয়া উপজেলা প্রতিনিধি,সিনিয়র সহ সভাপতি দেব প্রসাদ দাস, দৈনিক এই বাংলা পত্রিকার মফস্বল সম্পাদক,সহ সভাপতি মোস্তফা কামাল,দৈনিক বাংলার দূত পত্রিকার বিশেষ প্রতিনিধি সাধারণ সম্পাদক মো : উজ্জ্বল শেখ,দৈনিক লাখো কণ্ঠ পত্রিকার নড়াইল জেলা প্রতিনিধি যুগ্ম সাধারণ সম্পাদক রিপন বিশ্বাস,দৈনিক অভয়নগর পত্রিকার ভ্রামমান প্রতিনিধি যুগ্ম-সাধারণ সম্পাদক রামিম সরদার,দৈনিক গনতদন্ত পত্রিকার কালিয়া উপজেলা প্রতিনিধি দপ্তর সম্পাদক নাসির আহমেদ, ডিএমসি নিউজ ২৪ ডট কম অনলাইন পত্রিকার কালিয়া উপজেলা মাল্টিমিডিয়া রিপোর্টার অর্থ বিষয়ক সম্পাদক মো : সামিউল ইসলাম,কার্যনির্বাহী সদস্য খুলনা টাইমস পত্রিকার কালিয়া প্রতিনিধি মো :শাহিদুল ইসলাম সুৃমন,দৈনিক ভোরে আলো পত্রিকার কালিয়া উপজেলা প্রতিনিধি মো :ফাহিম শেখ,দৈনিক অভয়নগর পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টার ওয়ালিউল্লাহ জনি।
এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,আরজেএফ এর কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিলন মল্লিক, নড়াইল জেলা কমিটির আইন উপদেষ্টা এডভোকেট রিয়াজুর ইসলাম।
নবীন সাংবাদিকদের প্রশিক্ষণ ও সাংবাদিকতার মান উন্নয়নের জন্য কাজ করা ও সাংবাদিকদের অধিকার আদায় করাই এ সংগঠনের মূল উদ্দেশ্য বলেন সংগনটির সিনিয়র যুগ্ম মহাসচিব সাজ্জাদ আলম খান সজল বলেন।