সিলেট প্রতিনিধিঃ ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ সিলেট মহানগরের নেতৃবৃন্দ ১৪ আগস্ট বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরীর কদমতলীস্থ বাস টার্মিনাল রহমানিয়া মাদ্রাসা পরিদর্শন করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন ইমাম মোয়াজ্জিন কল্যাণ পরিষদ সিলেট মহানগরের সভাপতি হাফিজ মাওলানা মামুনুর রশিদ, সিনিয়র সহ-সভাপতি মাওলানা বদরুল ইসলাম, সহ সভাপতি মৌলভী মোঃ কবির উদ্দিন চৌধুরী,সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস আহমদ,যুগ্ম সাধারণ সম্পাদক জামিল আহমদ, প্রচার সম্পাদক মাওলানা নুরুজ্জামান নোমানী।
পরিদর্শনকালে নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাস টার্মিনাল রহমানিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল কারী মাওলানা তায়্যিবুর রহমান,শিক্ষক হাফিজ মাওলানা আজহারুল ইসলাম,মাওলানা জুনায়েদ আহমদ,হাফিজ মাওলানা সোলাইমান আহমদ প্রমুখ।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ ছাত্রদের পড়ালেখার মান, ক্লাসে উপস্থিতি সহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।পরিদর্শন শেষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভা মাদ্রাসার ছাত্রদের উদ্দেশ্যে ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ সিলেট মহানগরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে মাদরাসার দরিদ্র শিক্ষার্থীদের জন্য এতিম তহবিলে পরিষদের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করেন।