রিপোর্টারঃ ফজলুল হক–পাবনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজসহ একজন মাদক সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত ঈশ্বরদী ও সদর থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
জেলা পুলিশ সুপার মোরতোজা আলী খাঁনের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মশিউর রহমান মন্ডলের তত্ত্বাবধানে ডিবির অফিসার ইনচার্জ রাশিদুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।অভিযানে তাকে সহায়তা করেন এসআই (নিঃ) বেনু রায় পিপিএম, এসআই অসিত কুমার বসাক,এসআই আব্দুল লতিফসহ অন্যান্য কর্মকর্তারা।
অভিযানের সময় সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা আবু বক্কার (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।তার কাছ থেকে একটি সচল ওয়ান-শুটার গান, ৫৬টি ১২-বোর তাজা কার্তুজ এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।উদ্ধারকৃত কার্তুজের মধ্যে কিছুতে ইতালীয় অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘ফিওচি’র নাম ও কারিগরি বিবরণ পাওয়া গেছে। কয়েকটি কার্তুজে ব্যবহারের চিহ্নও লক্ষ্য করা গেছে।
গ্রেফতার আবু বক্কারের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।ডিবি সূত্র জানিয়েছে, মাদক ও অবৈধ অস্ত্র নির্মূলে তাদের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।
‘অন্ধকার নয়,আলোর পথে জীবন’এই প্রতিপাদ্য নিয়ে পাবনা জেলা গোয়েন্দা শাখা অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।