রিপোর্টারঃ- নড়াইল প্রতিনিধি-নড়াইলের লোহাগড়া উপজেলায় দেশীয় অস্ত্র ও মাদকসহ বাবুল মিয়া (৪৫)নামে এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী।পরে তাকে লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়।শুক্রবার(১১ এপ্রিল)দিবাগত রাতে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের আড়পাড়া গ্রামে অভিযান চালিয়ে বাবুল মিয়া নামে ওই ব্যক্তিকে আটক করে সেনাবাহিনী।তিনি ওই গ্রামের রেজাউল শেখের ছেলে।
শনিবার ১২ এপ্রিল দুপুরে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো.আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,শুক্রবার দিবাগত রাতে সেনাবাহিনীর কাছে স্থানীয় গোয়েন্দা তথ্য ছিল যে বাবুল মিয়া নামে এক ব্যক্তি অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য রাখার ও সরবরাহের সঙ্গে জড়িত।পরে উপজেলার আড়পাড়া গ্রামের বাবুল মিয়ার বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনীর সদস্যরা।
এসময় বাবুল মিয়ার কাছ থেকে ২টি চাইনিজ কুড়াল, ১ বোতল ভদকা,২টি দেশীয় অস্ত্র,রাম দা,৩৫ গ্রাম গাঁজা,অবৈধ ৪টি সিম কার্ড,২টি হকিস্টিক,১টি ধারালো ছুরি,যৌন উত্তেজক ওষুধ ও মেগাফোন জব্দ করে সেনাবাহিনী।পরে তাকে লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ওসি আশিকুর রহমান জানান,রাতে সেনাবাহিনী বাবুল মিয়া নামে এক ব্যক্তিকে দেশীয় অস্ত্র ও মাদকসহ থানায় হস্তান্তর করেছে।তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।