এস আর সাকিল- স্টাফ রিপোর্টার
নওগাঁ নিয়ামতপুরে ৬ নং পাড়ইল ইউপি মহাপাড়া গ্রামস্থচজ এলাকায় গতকাল(০১-০২-২৫) সন্ধা আনুমানিক ৭ টার সময় মোটরসাইকেল এর গতিরোধ করে মারাক্তকভাবে যখম করে ৪৮ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটে দাদরইল বাজার থেকে তিন জন শুভ,সাকিল ও মোহাইমেনুল মোটরসাইকেল যোগে ধানশা বাজারে যাওয়ার সময়।
এই সময় বান্দইল গ্রামের মো: আঃ রহমানসহ অজ্ঞাতনামা ৪/৫ জন সহ মিলে মোটর সাইকেল এর গতিরোধ করে চার্জার ভ্যান ধারা। তারপর বাইকের চাবি কেড়ে নিয়ে কোনকিছু বুঝে উঠার আগেই এলোপাতাড়ি কিল,ঘুষি মারতে থাকে। এক পর্যায়ে আ: রহমান চার্জার ভ্যানের চাবি দ্বারা শুভ নামের এক ছেলেকে মাথার বিভিন্ন জায়গাতে আঘাত করে ও ডান চোখের উপরে মারাক্ত ভাবে যখম করেছে।
পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে শুভকে নিয়ামতপুর সরকারি হাসপাতালে পাঠানো হলে ডান চোখের উপরে ৩ টি সেলাই ও মাথাই ১ টি সেলাই করে প্রাথমিক চিকিৎসা করা হয়।
এই বিষয়ে থানায় একটি আভিযোগ করা হয়।
এই বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে অপরাধীদের আইনগত ব্যবস্তা নেওয়া হবে।