নিয়ামতপুর প্রতিনিধি নওগাঁ
নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় মানসিক ভারসাম্যহীন আর জেড খোকন তরু নামে এক যুবক কে বেধড়ক পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ যুবকরা ঘটনাটি ঘটে নেয়ামতপুর উপজেলার পারুল ইউনিয়নের সুলতানপুর গ্রামে আহত যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও আহত যুবকের স্বজনরা জানাই গত নয় ফেব্রুয়ারি অনুমান সন্ধ্যা সাতটার দিকে আহত তরুকে পা মাত্রই ওই মহল্লার শাখাওয়াত নুর বাক্সের ছেলে হাসান আনিসুরের ছেলে মাসুদ। হাসান আলীর ছেলে মোস্তাকিম ।সঙ্ঘবদ্ধ হয়ে মানসিক ভারসাম্যহীন তরুর ওপর লোহার রড লাঠি সহ অন্যান্য দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে, হামলায় তরু জ্ঞান হারিয়ে ফেলে এ সময় এলাকার লোকজনের ভীড় আত্মচিৎকারে কিছু লোক সমবেত হলে হামলাকারীরা দ্রুত কর্মস্থল ত্যাগ করে। গুরুতর আহত তরুকে উদ্ধার করে নিয়ামতপুর হাসপাতালে ভর্তি করা হয় ।
এই বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।