বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’র লিফলেট বিতরণ করেছে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং নিয়ামতপুর-পোরশা-সাপাহার (৪৬ নওগাঁ-০১) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সহ-সভাপতি নওগাঁ জেলা বিএনপি জননেতা মোঃ মোস্তাফিজুর রহমান।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৬নং পাঁড়ইল ইউনিয়ন এর ঝলঝলিয়া বেলগাঁপুর , সাতঘরা, গন্ধসাহীল,তল্লা, চক পাহাড়, বিদিরপুর ও রাজবাড়ী বাজারে জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে।
নিয়ামতপুর-পোরশা-সাপাহার (৪৬ নওগাঁ-০১) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন। সাংগঠনিক সম্পাদক নিয়ামতপুর উপজেলা বিএনপি ও সাবেক ৬নং পাঁড়ইল ইউনিয়ন এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা জনাব জাহাঙ্গীর কবির (বাচ্চু)ও ৬ নং পাঁড়ইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক জ্জামান, সাবেক সাধারণ সম্পাদক আরিফ কাওসার, সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম জুয়েল, আনোয়ার হোসেন,সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।