নওগাঁর নিয়ামতপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। এই দিন জাতীর জীবনে এক অবিস্মরণীয় গৌরবময় দিবস। দীর্ঘ নয় মাসের সীমাহীন ত্যাগ ও অসীম বীরত্বগাঁথাই অর্জিত বাঙালির এই মহান বিজয়।বিজয়ের এই দিনে মাতৃভূমিকে পরাধীনতার শৃঙ্খলমুক্তির জন্য আত্মোৎসর্গকারী সকল বীর শহীদ, মুক্তিযোদ্ধা ও সম্ভ্রমহারা মা- বোন, যাঁদের মহান আত্মত্যাগের বিনিময়ে জন্ম হয়েছে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, তাঁদের গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয় ।
নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান এর সভাপতিত্বে, ১৬ই ডিসেম্বর” মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ( ভোর ৬-৪২) মিনিটে নিয়ামতপুর হাইস্কুল মাঠ শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনি ও শহীদ স্মৃতিস্তম্ভে, শহীদ বেদীতে,পুষ্প্রস্তবক অর্পণ করা হয়। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান।এছাড়া ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্প স্তবক অর্পণ করেন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল।
এরপর শহীদ মিনারে বিএনপির পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন শামীম রেজা (বাদশা) । এরপর পুষ্পস্তবক অর্পণ করেন যুবদল ,কৃষক দল,ছাত্র দল ও বিভিন্ন সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তাগণ। তার পর পুষ্পস্তবক অর্পণ করেন নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাব ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, নানা সামাজিক সংগঠন ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। এরপর শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এছাড়া দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অস্থায়ী মঞ্চের সামনে সকাল ৯ টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং শান্তির পায়রা উড্ডয়ন, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। তথ্য অফিসার রাসেল রানার সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসানের সভাপতিত্বে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয় । এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)রেজাউল করিম, থানা অফিসার ইনচার্জ হাবিবুর রহমান প্রমুখ।
এছাড়াও দিবসটি উপলক্ষে উপজেলার গোকুল পুর বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা করেন গোকুলপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ারুল ইসলাম,প্রশান্ত কুমার পাল, জামিউল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।