স্টাফ রিপোর্টারঃ—নড়াইল ০৯ ডিসেম্বর, ২০২৪ তারিখ সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৪’ উপলক্ষ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর সমন্বিত জেলা কার্যালয়, যশোরের সহযোগিতায় জেলা প্রশাসন,নড়াইল ও জেলা দু্র্নীতি প্রতিরোধ কমিটি, নড়াইল-এর আয়োজিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলার জেলা প্রশাসক জনাব শারমিন আক্তার জাহান।
এসময়ে নড়াইলের উপপরিচালক (স্থানীয় সরকার) জনাব জুলিয়া সুকায়না,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মোঃ আহসান মাহমুদ রাসেল,নড়াইল সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সঞ্চিতা বিশ্বাস,সহকারী কমিশনার জনাব সঞ্জয় ঘোষ ও নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ সাজেদুল ইসলামের পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্য,বেসরকারি সংস্থার কর্ণধার ও প্রতিনিধি,ছাত্র-প্রতিনিধি,সাংবাদিক ও গণমাধ্যমকর্মীসহ নড়াইলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী,ছাত্র-ছাত্রী এবং অন্যান্য অংশীজনবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আজকের দুর্নীতিবিরোধী দিবসটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে আখ্যায়িত করে সবার মধ্য থেকে দুর্নীতির মানসিকতা নির্মূলের আহ্বান জানান।
এসময়ে সরকারি বিভিন্ন কার্যক্রমে স্বচ্ছতা আনয়নের লক্ষ্যে ডিজিটাইজেশন নিশ্চিত করার পরও অনেক সেবাগ্রহীতা ও সেবাদাতার মধ্যে দৃশ্যমান দুর্নীতিপ্রবণতা প্রতিরোধ করার লক্ষ্যে প্রত্যেকের ব্যক্তিগত মানসিকতায় ক্ষুদ্র হলেও অবিলম্বে ইতিবাচক পরিবর্তনের প্রক্রিয়া শুরু করার পরামর্শও দেন তিনি।
সভায় আগত অন্যান্যরা নড়াইল জেলায় দুর্নীতি নির্মূল করার মধ্য দিয়ে তরুণ প্রজন্মের জন্য সার্বিকভাবে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের সোপান রচনায় নানাবিধ করণীয় সম্পর্কে আলোচনা করেন।
মতবিনিময়কালে রাষ্ট্র, সরকার ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান ‘প্রয়োজনতাড়িত দুর্নীতি’ ও ‘লোভতাড়িত দুর্নীতি’-এর স্বরূপ তুলে ধরে দুর্নীতি প্রতিরোধের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালীকরণ,প্রযোজ্য আইনসমূহের সঠিক প্রয়োগ,বিচার বিভাগের স্বাধীন ভূমিকা পালন, সমাজে ধর্মীয় শিক্ষা ও অনুশাসনের প্রসার,দুর্নীতির বিরুদ্ধে সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলা ও সচেতনতামূলক মেলা আয়োজনসহ নানাভাবে শিক্ষনীয় প্রচারণা বৃদ্ধির মতো সম্ভাব্য পদক্ষেপের ওপর আলোকপাত করা হয়।
পাশাপাশি এদিন দুর্নীতির ব্যাপারে গতানুগতিক দৃষ্টিভঙ্গি ও চিন্তাধারা থেকে বেরিয়ে আসার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান বক্তারা।শুধুমাত্র আর্থিক সংশ্লেষ রয়েছে এমন ক্ষেত্রগুলোই নয়, বরং সব ক্ষেত্রেই সংকীর্ণ স্বার্থসংশ্লিষ্ট সামান্যতম নিয়মবহির্ভূত কাজকেও দুর্নীতি হিসেবে পরিত্যাজ্য বিবেচনা করার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন তাঁরা।
সেই সাথে শুধুমাত্র নীতিনির্ধারণী পর্যায় থেকেই নয় বরং দেশের প্রত্যেক নাগরিকের যার যার ব্যক্তিগত, পারিবারিক,সামাজিক এবং অর্থনৈতিক অবস্থান থেকে আত্মশুদ্ধি ও দৃঢ় সংকল্প গ্রহণের মাধ্যমে সকল প্রকারের দুর্নীতির মানসিকতা বন্ধ করার প্রয়োজনীয়তাও তাঁদের বক্তব্যে গুরুত্ব সহকারে উল্লেখ করা হয়।
এর আগে সকালে জেলা প্রশাসকের কার্যালয়,নড়াইল-এর প্রাঙ্গণে সংশ্লিষ্ট অংশীজনবৃন্দের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু করা হয়।পরে নড়াইল শহরের চৌরাস্তা মোড়ে জেলা প্রশাসকের নেতৃত্বে নড়াইলে বসবাসরত বিভিন্ন শ্রেণী-পেশার সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দুর্নীতিবিরোধী একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।