রিপোর্টারঃ মোসাঃ সাথী বেগম
————————————————-
১৮ নভেম্বর, ২০২৪ তারিখ সোমবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়,নড়াইল-এর সম্মেলন কক্ষে নড়াইলের প্রখ্যাত সন্তান চারণ কবি বিজয় সরকার-এর ৩৯তম প্রয়াণ দিবস।
আয়োজনকে সামনে রেখে জেলা প্রশাসন,নড়াইল এবং চারণ কবি বিজয় সরকার ফাউন্ডেশনের আয়োজনে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন নড়াইল জেলার জেলা প্রশাসক জনাব শারমিন আক্তার জাহান।
এসময়ে নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব শাশ্বতী শীল,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব লিংকন বিশ্বাস ও ভারপ্রাপ্ত নেজারত ডেপুটি কালেক্টর জনাব সঞ্জয় ঘোষ উপস্থিত ছিলেন।পাশাপাশি উক্ত সভায় চারণ কবি বিজয় সরকার ফাউন্ডেশনের সাথে জড়িত ব্যক্তিবর্গ,শিল্পী,সাহিত্যিক,সাংবাদিক ও গণমাধ্যমকর্মীসহ কবি বিজয় সরকারের ভক্ত-অনুরাগীগণ উপস্থিত ছিলেন।
আজকের সভায় উক্ত প্রয়াণ দিবস পালনের অংশ হিসেবে সম্ভাব্য নানাবিধ আনুষ্ঠানিকতার বিষয়ে মতবিনিময় করেন অংশীজনেরা।সেই সাথে শুধু স্থানীয় পর্যায়েই নয়,বরং জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়েও চারণ কবি বিজয় সরকারকে আরও পরিচিত ও জনপ্রিয় করে তুলতে সম্ভাব্য করণীয় সম্পর্কেও সভায় আলোকপাত করা হয়।