রিপোর্টারঃ মোসাঃ সাথী বেগম-নড়াইল জেলা লোহাগড়া উপজেলা ৮নং দিঘলিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে আকড়াবাড়ী চরদিঘলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৫আগষ্ট জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শোক দিবস উপলক্ষে স্কুলে ছাত্র ছাত্রীদের চিত্র অংকন সহ দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সকাল ৯টার সময় চরদিঘলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ উপস্থিত হয়।এসময় বিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রী উপস্থিত হয়।১৫আগস্ট উপলক্ষে সকল ছাত্র ছাত্রীদের মধ্যে চিত্রাঅংকন সহ শোকদিবস পালিত হয়।এদিকে সকালের দিকে পতাকা উত্তোলন করেন।আকড়াবাড়ী চরদিঘলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককের নেতৃত্বে ১৫আগষ্ট পালিত হয়।সকল কার্যক্রম শেষে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য দোয়া করেন।দোয়া শেষে মিষ্টি বিতরন করেন।
এসময় ছাত্র ছাত্রীদের মধ্যে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ছবি অংকন করে ১ম স্হান অধিকার করেছে ৫ম শ্রেনীতে পড়ুয়া ছাত্রী রোল নং-১০ সামিয়া ফারহানা সুমি।
সামিয়া ফারহানা সুমি’র পরিচয়ঃ- মাতা-মোসাঃ সাথী বেগম পেশায় সাংবাদিক ও দুরান্ত টিভি ২৪(আইপি টেলিভিশন)সহ সম্পাদক।গ্রাম-চরদিঘলিয়া,৯নং ওয়ার্ড,ডাকঘর-মহাজন ৭৫২১,উপজেলা-লোহাগড়া,জেলা-নড়াইল।