রিপোর্টারঃ মোঃ সুমন,রাজস্থলী প্রতিনিধি-রাঙামাটি রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নে টানা বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যার দেখা দিয়েছে।এতে অন্তত কয়েক টি গ্রাম প্লাবিত হয়েছে।বিভিন্ন স্থানে ড্রেনের বাঁধ ভেঙে প্রবল স্রোতে পানি প্রবেশ করছে। এতে ঢলের পানিতে প্লাবিত হচ্ছে প্রায় সম্পূর্ণ বাঙ্গালহালিয়া বাজার ও গ্রাম।পানিবন্দি হয়ে পড়ছে কয়েক পরিবারের মানুষ।পানিবন্দি অবস্থায় দিন কাটছে সাধারণ মানুষেরা।অনেকের ঘরে পানি থাকায় রান্নাবান্না করতে পারছে না।শুকনো খাবার খেয়ে দিন কাটছে।খবর পেয়ে জলবদ্ধতার মানুষের মাঝে ছুটে আসেন বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।সরেজমিন ঘুরে স্থানীয়দের কাছ থেকে জানা যায়,শুক্রবার সকালে উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের বাণিজ্যিক এলাকা বাঙ্গালহালিয়া বাজার ও বাজারের পাশের কেন্দ্রীয় শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালী মন্দিরের আশ পাশ টানা বর্ষণে প্লাবিত হয়েছে।এতে কোমর পরিমান পানি উঠে সাধারণ জনগনের চলাচলের দুর্ভোগ সৃষ্টি হয়েছে।উপজেলার বাঙ্গালহালিয়া বাজার ও কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে।গবাদিপশু নিয়ে পড়েছে বেকায়দায়। ঢলের পানিতে তলিয়ে ভেসে গেছে অসংখ্য পুকুরের মাছ, সহ রাস্তাঘাট।৩ নং বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা বলেন,বন্যায় প্লাবিত এলাকা পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে।বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার কে জানানো হয়েছে।
এ ব্যাপারে রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ জানান,পানিবন্দি যাতে মানুষ না হয় সে বিষয়ে চেয়ারম্যানের সাথে আলাপ করে ব্যবস্থা নেওয়া হবে,সেই সঙ্গে পানিবন্দিদের সহায়তার জন্য জেলা প্রশাসকের কাছে সাহায্য চাওয়া হবে।