ডেস্ক রিপোর্টঃ-নড়াইলের লোহাগড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন।আহতদের পরিচয় জানা যায়নি।শুক্রবার ৪ আগস্ট-২০২৩ইং আনুমানিক সকাল ১০টার দিকে যশোর-নড়াইল-কালনা মহাসড়কের এড়েন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।তুলরামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মেহেদী হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়,যশোর-কালনা মহাসড়কের এড়েন্দা এলাকায় নড়াইল এক্সপ্রেস নামে একটি বাসের সঙ্গে বিআরটিসি নামক একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।এ ঘটনায় প্রাথমিক পর্যায়ে বাসে থাকা যাত্রী ও ট্রাকের হেল্পারকে উদ্ধার করে ফায়ার সার্ভিস।কিন্তু ট্রাকের চালক ট্রাকের ভেতরে আটকা পড়ে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় ট্রাকের চালককে বের করে ফায়ার সার্ভিসের কর্মীরা।আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে তুলরামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মেহেদী হাসান বলেন,সড়ক দুর্ঘটনায় ৫ জনের মতন আহত হয়।বাস এবং ট্রাকটি রাস্তা থেকে সরিয়ে পুলিশ হেফাজতে নেওয়া হচ্ছে।এছাড়া মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।