ডেস্ক রিপোর্টঃ-সাতক্ষীরা জেলার দেবহাটা থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ২জন আসামী এবং ওয়ারেন্টমূলে ১জন আসামীসহ সর্বমোট ৩জন আসামী গ্রেফতার করেছে।আটককৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করে।পুলিশ জানায়,পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান(পিপিএম)এর দিক নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার(দেবহাটা সার্কেল)এসএম জামিল আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ বাবুল আক্তারের নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও বিশেষ অভিযান পরিচালনাকালে ০৩আগষ্ট-২০২৩ ইং রোজ বৃহস্পতিবার এসআই গোলাম আযম,এসআই শোভন দাশ,এসআই শফিকুল ইসলাম ও এএসআই আব্দুর রহিম গাজী সঙ্গীয় ফোর্সসহ দেবহটা থানা এলাকা থেকে দেবহাটা থানার মামলা নং-০৩ তারিখ-০৬এপ্রিল-২০২৩ ইং,ধারা-১৯৭৪ সালের স্পেশাল পাওয়ারস্ এ্যাক্টের ১৫(৩)/২৫-ডি তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩/৪/৬ ও দেবহাটা থানার মামলা নং- ১৫ তারিখ-২৭মে-২০২৩ ইং ধারা- ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ারস্ এ্যাক্টের ১৫(৩)/২৫-ডি তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইন(সংশোধনী/২০০২ এর ৪/৫/৬ এবং দেবহাটা থানার মামলা নং-০৩ তারিখ- ০৬এপ্রিল ২০২৩ ইং,ধারা-১৯৭৪ সালের স্পেশাল পাওয়ারস্ এ্যাক্টের ১৫(৩)/২৫-ডি তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩/৪/৬ এর আসামী দক্ষিণ পারুলিয়া গ্রামের মৃত সামছুদ্দিন মোল্যার ছেলে ইলিয়াছ হোসেন(৫৫),পুষ্পকাটি গ্রামের মৃত রহিল উদ্দিন সরদারের ছেলে সিরাজুল ইসলাম(৫৫)কে গ্রেফতার করেন এবং একই তারিখ ০৩আগষ্ট-২০২৩ ইং এএসআই জাহিদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানা এলাকা থেকে সিআর ৮৯/২৩ দেব),ধারা-এনআই এ্যাক্ট এর আসামী পারুলিয়া গ্রামের কিশোরী দত্তের ছেলে সুরেশ দত্তকে গ্রেফতার করেন।আসামীদেরকে ইং-০৩আগষ্ট-২০২৩ ইং সাতক্ষীরা বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।