রিপোর্টারঃ মোঃ মিজানুর রহমান,পটুয়াখালী জেলা প্রতিনিধি-পটুয়াখালীর দুমকীতে সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক উপজেলার বীরমুক্তিযোদ্ধা,শিক্ষক ,রাজনীতিবিদ,উপজেলার কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। ৩ আগষ্ট বৃহস্পতিবার সকাল দশটায় উপজেলা অডিটোরিয়াম কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল- ইমরান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম।বিশেষ অতিথি হিসেবে দুমকী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সভাপতি ড. হারুন অর রশীদ হাওলাদার উপস্থিত ছিলেন।এছাড়াও দুমকী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আকন সেলিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান,বীর মুক্তিযোদ্ধাবৃন্দ,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,রাজনীতিবিদ,সাংবাদিক,সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।