রিপোর্টঃ-সোহানা পারভিন জনি-নড়াইল জেলা প্রতিনিধি দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি মোঃ এনামুল হক,নড়াইল সদর উপজেলা প্রতিনিধি মোঃ জুয়েল শরীফ’কে জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার প্রেসকার্ড এবং নিয়োগপত্র ৩০জুলাই-২০২৩ইং রোজ রবিবার দুপুর ১২টার সময় হাতে তুলে দিলেন।প্রেসকার্ডের নাম্বার ID NO-BS 11000- নিয়োগপত্র এসজি বিএস-২০২১/০১/০১১৫
এসময় উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার নড়াইল জেলা প্রতিনিধি মোঃ এনামুল হক,রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন(আরজেএফ)নড়াইল জেলা সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব বিশিষ্ট সাংবাদিক মোঃ সাজ্জাদ আলম খান সজল,নড়াইল সদর ৭নং শেখহাটি ইউনিয়নের,বিশিষ্ট সমাজ সেবক,ন্যায়ের পক্ষে,অন্যায়ের বিরুদ্ধে,একজন সহজ সরল মনের মানুষ,সাবেক চেয়ারম্যান সরদার ওলিয়ার রহমান,সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এসময় ইউপি সাবেক চেয়ারম্যান সরদার ওলিয়ার রহমান বলেন জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকা একটি ভালো মানের পত্রিকা।বাংলাদেশ সমাচার পত্রিকার সাংবাদিকদের বলেন আপনারা সততার সাথে কাজ করতে হবে।সত্য ঘটনাকে উদঘাটন করে নিউজ করতে হবে।সত্যতা তুলে ধরবেন জাতীর সামনে,তাহলে নিউজের মান সহ সাংবাদিকের মূল্যায়ন বৃদ্ধি পাবে।
নড়াইল জেলা রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন(আরজেএফ)সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোঃ সাজ্জাদ আলম খান সজল বলেন সাংবাদিকতা একটি মহান পেশা,সম্মানজনক পেশা,এ পেশাকে সততার সাথে ধরে রাখতে হবে।লেখার ধরন ও সঠিক তথ্য যাচাই করে নিউজ করতে হবে।তিনি বলেন দৈনিক বাংলাদেশ সমাচার,জাতীয় পত্রিকা।
জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার,নড়াইল জেলা প্রতিনিধি মোঃ এনামুল হক বলেন চলতি মাসের ১৫জুলাই-২০২৩ইং রোজ শনিবার ঢাকা মতিঝিল যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তন সকাল ৯টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত সাংবাদিকতায় শুদ্ধতার চর্চা ও পেশাগত দক্ষতা উন্নয়ন শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছিলো।আনন্দের সংবাদ এটাই ছিলো দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকা শীর্ষতালিকায় ২৩ নাম্বার স্হান পেয়েছে।পত্রিকাতে বিজ্ঞাপন দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন সম্পাদক ও প্রকাশক ড.খান আসাদুজ্জামান।আমাদের নড়াইল জেলাতে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার যে সকল প্রতিনিধি আছে সকল প্রতিনিধিগনকে মিলেমিশে কাজ করার আহব্বান করেন।সকলকে ধন্যবাদ জানিয়ে প্রতিনিধিকে দিক নির্দেশনামূলক কথা বলে”সাধারন আলোচনা”শেষ করলেন।