রিপোর্ট-বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি-বটিয়াঘাটা উপজেলায় ২৫ টি মাধ্যমিক বিদ্যালয ও ৫ টি দাখিল মাদ্রাসায় এসএসসি ,এসএসসি (VOC ) ও দাখিল মিলিয়ে মোট ১৪৫৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।এদের মধ্যে ৩ টি গ্ৰুপ মিলিয়ে কৃতকার্য হয়েছে ১২৭৫ জন এবং এদের মধ্যে ৩টি গ্ৰুপ মিলিয়ে GPA -5 পেয়েছে ১১৪ জন। এসএসসি মোট পরীক্ষার্থী ১৩৪৮ মধ্যে পাশ করেছে ১১৪৮ জন,পাশের হার ৮৭% এবং GPA-5 পেয়েছে ১০৮ জন । এসএসসি (VOC) মোট পরীক্ষার্থী ৪৮ জন পাশ করেছে ৪৬ জন পাশের হার ৯৬% এবং (GPA)-5 পেয়েছে ৬ জন এবং দাখিল মোট পরীক্ষার্থী ৯১ জন পাশ করেছে ৮১ জন এবং,(GPA)-5 পেয়েছে শুন্য।তবে পরীক্ষার ফলাফলে ছাত্র-ছাত্রী,শিক্ষক মন্ডলী অভিভাবক ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সন্তোষ প্রকাশ করেছে ।