বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ বটিয়াঘাটা উপজেলা শাখার উদ্যোগে ১৯৭১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রায়ত গুণী শিল্পীদের স্মরনে ২ দিনব্যাপী অনুষ্ঠানের উদ্ধোধনী আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে শুরু হয়ে রাত ৯ টায় সামাজিক যাত্রাপালা “মায়ের চোখে জল” স্থানীয় বটিয়াঘাটা বাজার নাট মন্দির চত্বরে অনুষ্ঠিত হচ্ছে।যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ বটিয়াঘাটা শাখার সভাপতি প্রদীপ কীত্তুনীয়া’র সভাপতিত্বে ও যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ বটিয়াঘাটা শাখার সাধারণ সম্পাদক সৌমেন রায়’র সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন বটিয়াঘাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পল্পব বিশ্বাস রিটু।বরেণ্য অতিথি ছিলেন খুলনা জেলা আ”লীগের সদস্য বুলু রায় গাঙ্গুলী।স্মরণ সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট শাখার সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ ইন্দ্রজিৎ টিকাদার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বটিয়াঘাটা উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিউটি পাল,বটিয়াঘাটা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য বিবেক বিশ্বাস,ইউপি সদস্য মোঃ ওবায়দুল শেখ, ইউপি সদস্যা রমা রাণী। অণ্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন আ’লীগ নেতা আলোক মল্লিক,মানবাধিকার কমিশনের উপজেলা সম্পাদক সরদার হাফিজুর রহমান,যাত্রা শিল্পী বীরমুক্তিযোদ্ধা প্রাণ কৃষ্ণ মল্লিক,বীরমুক্তিযোদ্ধা মৃণাল মন্ডল,উপজেলা আ’লীগ নেতা ও যাত্রা শিল্পী সুধাংশু রায়,সুশীল কুমার মন্ডল, বিকাশ মহলদার,সুষেণ বিশ্বাস,সচীন্দ্রনাথ বিশ্বাস,প্রদীপ হালদার,লিপিকা হালদার,স্বপন ইজারাদার,করুনাময়ী মা, বনানী,রবিতা,নমিতা মন্ডল,নীপা মন্ডল,অদিতি রায় প্রমূখ।
এছাড়াও প্রয়াত শিল্পীদের স্মরনে দ্বিতীয় দিন অর্থাৎ ২২ জুলাই শনিবার রাত ৯ টায় সামাজিক যাত্রাপালা স্বামীর চিতা জ্বলছে।স্বাধীনতা পরবর্তী ১৯৭১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রয়াত যে সকল গুণী শিল্পীদের স্মরনে অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে তাঁরা হলেন,প্রয়াত গুণী যাত্রা শিল্পীবৃন্দরা হলেন,যথাক্রমে স্বর্গীয় ভূপেশ ঢালী,অরবিন্দ বিশ্বাস, কালীপদ বৈরাগী,শ্যামল মন্ডল,কমলেশ রায়,আকবর শেখ,নেপাল দাস,সুধীর মন্ডল,সুশান্ত বিশ্বাস (শান্ত),অনীল মন্ডল,সুধীর কুমার বিশ্বাস,মহানন্দ বিশ্বাস(নায়েব),বিধান অধিকারী,যতীন্দ্রনাথ মিস্ত্রী,নারায়ন চন্দ্র রায়,কালিপদ বৈরাগী, মনোহর রায়(রানী),রণজিৎ কুমার রায়,বিমল দেবনাথ,সুধাময় চক্রবর্তী,সুরথ হালদার, জগদীশ জোদ্দার,জীমুত বাহন মল্লিক, আরতি মল্লিক,শেখর চন্দ্র রায়,মনোরঞ্জন চক্রবর্তী,জগবন্ধু বৈরাগী,দীপু বিশ্বাস, বীরমুক্তিযোদ্ধা নির্মল অধিকারী, বিরিঞ্চি টিকাদার,অমূল্য দে,প্রণতি মল্লিক,সুধন্য মন্ডল,বিভূতি ভূষণ বিশ্বাস,অমল বিশ্বাস,জিতেন বিশ্বাস,অমর বৈরাগী,নিস্কৃতি মন্ডল,হরেন্দ্রনাথ গাঙ্গুলী সহ সকল প্রয়াত গুণী শিল্পীবৃন্দরা।