ডেস্ক রিপোর্টঃ–উপস্থিত – মো: আশিকুর রহমান সৌরভ প্রতিষ্ঠাতা ও পরিচালক,সাইবার সেইফটি অর্গানাইজেশন, খন্দকার আলী আবির,সানজিদ রহমান অভি,
মো : সাদ আহমেদ রাদিম,অন্তু সহ সংগঠনের অনেক।
কর্মশালার স্থান,নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় নড়াইল।
নড়াইলে অনলাইন সমস্যা বতর্মানে অনেক বড় একটি সমস্যা হয়ে হয়ে দাড়িয়েছে আর এই সমস্যায় পড়ে থাকে যে কোনো বয়সের কেউ।এই অনলাইন সমস্যা সমাধানে এবং অনলাইন নিরাপত্তা সম্পর্কে সকলকে সচেতন করতে নড়াইল জেলার সদর উপজেলার দ্বাদশ শ্রেণি পড়ুয়া এক শিক্ষাথী আশিকুর রহমান সৌরভ কাজ করে যাচ্ছেন। সৌরভের প্রতিষ্ঠিত সংগঠন সাইবার সেফটি অর্গানাইজেশন গত ২ বছরের অধিক সময় ধরে নড়াইলে অনলাইন সেইফটি নিয়ে কাজ করে যাচ্ছে।এছাড়াও সৌরভের সংগঠন নড়াইল জেলার সেবার মান দ্রুত এবং উন্নত করার লক্ষ্যে বিভিন্ন মোবাইল অ্যাপ তৈরি করেছে। সৌরভের সংগঠন নড়াইলের বিভিন্ন স্কুল কলেজে সাইবার বিষয়ে ক্যাম্পেইন পরিচালনা করছে।এছাড়াও সৌরভের সংগঠন বিভিন্ন সময়ে বিভিন্ন পুরষ্কারে ভূষিত হয়েছে। সৌরভ পড়াশুনা করছেন বিএএফ শাহীন কলেজ যশোরে। সৌরভ আশা করে সে তার সংগঠন নিয়ে সারা বাংলাদেশ ব্যাপি কাছ করতে পারবে এবং বাংলাদেশের তথ্য প্রযুক্তি ক্ষেত্রে অবদান রাখতে পারবে।
বক্তব্য -মো: আশিকুর রহমান সৌরভ
প্রতিষ্ঠাতা ও পরিচালক-সাইবার সেইফটি অর্গানাইজেশন