রিপোর্টারঃ মোঃ মাহমুদুর রহমান মাহমুদ–নড়াইল জেলার লোহাগড়া উপজেলা ২নং লাহুড়িয়া ইউনিয়নের ঝামার ঘোপ দীর্ঘদিন ধরে এই ভাঙ্গা ব্রিজটি পড়ে রয়েছে।এদিকে নড়াইল জেলা মানবাধিকার সভাপতি মোঃ মাহমুদুর রহমান বাইক নিয়ে যাওয়ার সময় হঠাৎ দেখেই বাইক বেরেক করে পাশে পড়ে যায়।পার্শ্ববর্তী লোকজন বললেন আপনার মত অনেক লোক এখানে বাইক এক্সিডেন্ট করছে।এই রাস্তা দিয়ে শতশত লোক আসা যাওয়া করে,এবং যে কোন মুহূর্তে বড় ধরনের মানুষের ক্ষয়ক্ষতি হতে পারে বলে এলাকাবাসী জানান।মাননীয় সংসদ সদস্য মহোদয় মাশরাফি বিন মর্তুজা’র নিকট বিনীত অনুরোধ করছেন ভুক্তভুগীগন।জনস্বার্থের জন্য ভাঙ্গা ব্রিজটি নতুন করে নির্মান করার জন্য।এই রাস্তা দিয়ে জানা অজানা লোক যে কোন মুহূর্তে মায়ের কোল থেকে হারিয়ে যেতে পারে।ভাঙ্গা ব্রিজটি দ্রুত নতুন করে নির্মান করার জন্য অনুরোধ করছেন এলাকাবাসী।