রিপোর্টারঃ-মোঃ মাহমুদুর রহমান–আলী আহম্মদ ৫০ বছর ও নাজির ২৩ বছর এই দুই জনের জানাযার নামাজে হাজার হাজার লোক হাজির হয়েছেন লাহুড়িয়া এস.এম.এ.আহাদ মহাবিদ্যালয়ের মাঠে।
নড়াইল জেলার লোহাগড়া উপজেলা ২নং লাহুড়িয়া ইউনিয়নে সৈয়দপাড়া,সৈয়দ আলী আহম্মদ(৫০)বছর মোঃ নাজির হোসেন(২৩),সৈয়দ আলী আহম্মদ নড়াইল জেলার জামায়াতি ইসলামের নায়েবে আমির ছিলেন।তিনি একজন বিশিষ্ট নেতা,সৎ চরিত্রের মানুষ ছিলেন,২ জন ব্যক্তি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যবরণ করেন-ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন।আজ ০৮/৭/২০২৩ইং রোজ শনিবার বিকাল ৬ঘটিকায় লাহুড়িয়া এস এম এ আহাদ মহাবিদ্যালয়ের মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।
উক্ত জানাজায় হাজার হাজার লোক শরিক হোন।নড়াইল জেলার বিভিন্ন অঞ্চল থেকে জানাযায় শরিক হয়।এ মৃত্যেতে সকলেই তাহাদের জন্য মাগফিরাত কামনা করেন।আল্লাহপাকের নিকট দোয়া প্রার্থনা করেন তাদেরকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করুক আমিন।