রিপোর্টারঃ সোহেল হোসেন,লক্ষীপুর জেলা প্রতিনিধি–লক্ষ্মীপুরে সংবাদ প্রকাশের জেদ ধরে সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে লক্ষ্মীপুরে হামলার শিকার হলেন সাংবাদিক সময় সংবাদ এর লক্ষ্মীপুর প্রতিনিধি মোঃ সোহেল হোসেন।বৃহস্পতিবার (২৯ জুন) হাজী মোহু মাঝি জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করতে গিয়ে হামলার শিকার হয়
লক্ষ্মীপুর সদর উপজেলার ৪নং চররুহিতা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জনতা বাজার এলাকায় হামলার এ ঘটনা ঘটে।
সংঘবদ্ধ হামলার ঘটনায় লক্ষ্মীপুর সদর মডেল থানায় পাঁচ জনের নাম উল্লেখ করে অভিযোগ করেন সাংবাদিক সোহেল হোসেন।
আসামিরা হলেন— সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের জনতা বাজারের আব্দুল লতিফ ডাক্তার বাড়ি আব্দুস শহীদ. বাহার হোসেন
সাংবাদিক সোহেল হোসেন বলে আমি পবিত্র
ঈদুল আযহার নামাজ পড়তে ঈদ গায়ে জাই সেখানে দুষ্কৃতীরা আমার উপর অতর্কিতভাবে হামলা করে আশেপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।
এই বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
লক্ষ্মীপুর সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।