রিপোর্টারঃ নয়ন হাসান,বিরামপুর উপজেলা প্রতিনিধিদিনাজপুরের বিরামপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)নুজহাত তাসনীম আওন এর সাথে বিরামপুর প্রেসক্লাবের সাংবাদিকদের পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার (০৬ জুলাই) রাত ৮ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোড বিরামপুর প্রেসক্লাবের সভাকক্ষে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিহুর রহমানের সঞ্চালনায় পরিচিতি ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুজহাত তাসনীম আওন, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ(ভারঃ)মেসবাউল হক,উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল মিনহাজ, দিনাজপুর দক্ষিণ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক,বিরামপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাফিজ উদ্দিন সরকার,সাংবাদিক মোস্তাফিজুর রহমান ও মুহাদ্দিস এনামুল হক প্রমুখ।পরিচিতি ও মতবিনিময় সভায় সাংবাদিকদের পরিচয় পর্বের পাশাপাশি সাংবাদিকরা তাদের বক্তব্যে উপজেলার বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন।
এর আগে নবাগত (ইউএনও) নুজহাত তাসনীম আওন কে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন সভাপতি আকরাম হোসেন ও সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক মশিহুর রহমান সহ বিরামপুর প্রেসক্লাবের সকল সদস্যরা।এসময় বিরামপুর প্রেসক্লাবের সকল সদস্য, সুধীজন, গণ্যমাণ্য ব্যক্তিবর্গ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।