ডেস্ক রিপোর্টঃ-যত দিন শেখ হাসিনার হাতে দেশ,পথ হারাবে না বাংলাদেশ।এই শ্লোগান কে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন চিত্র তুলে ধরতে রূপসা উপজেলার নতুনহাট বাজারে খুলনা জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক কামরুজ্জামান জামাল বাজারের সকল ব্যাবসায়ীদের মাঝে ৫ জুলাই বুধবার বিকাল ৪ টায় লিফলেট বিতরন করেন।লিফলেট বিতরণ অনুষ্টানে তিনি বলেন,উন্নয়ন ও স্মাট বাংলাদেশ বিনির্মানে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই,পদ্মা সেতু, মেট্রোরেল,বঙ্গবন্ধু ট্যানেল,ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে,রূপপুর পরমানবিক বিদুৎ কেন্দ্র, বুড়িগঙ্গা রেলসেতু নির্মান,মাতারবাড়ী বিদুৎ কেন্দ্র,গভীর সমুদ্রবন্দর, যমুনা সেতু,এক সাথে ১০০ সেতু উদ্বোধন,সমুদ্র সীমানা বিজয়,শতভাগ বিদুৎ,রামপার তাপ বিদুৎ কেন্দ্র, পায়রা তাপবিদুৎ কেন্দ্র নির্মান,পদ্মা সেতুতে রেল সংযোগ, দোহাজারী কক্সবাজার ঘুনধুম রেলপথ,গৃহহীনদের মাঝে জমি ও ঘর নির্মান,খুলনা রূপসা নদীতে রেল ব্রিজ নির্মান, খুলনা আধুনিক রেল ষ্টেশন নির্মান,খুলনা কৃষি বিদ্যালয় স্থাপন, ১০০ টি অর্থনৈতিক অঞ্চল নির্মানের কাজ চলমান, বঙ্গবন্ধু স্যাটেলাইট স্থাপন,খুলনা জয়বাংলা মোড়ে বিভাগীয় শিশু হাসপাতাল,খুলনা মোংলা রেল লাইন নির্মান,দেশে প্রথম বারের মত ৫৬০টি মড়েল মসজিদ নির্মান,খুলনায় আধুনিক কারাগার নির্মান,এক সাথে ১০০ সড়ক উদ্বোধন,খুলনা ভৈরব নদে নগরঘাট ব্রীজ নির্মান, মুক্তিযোদ্ধা,বয়স্ক,বিধবা,গর্ভ ও মাতৃকালীন প্রতিবন্ধি ভাতা প্রদান,খুলনায় শহিদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল পুর্ণাঙ্গ রূপেচালু, খুলনায় শহিদ শেখ আবু নাসের আন্তরজাতিক ষ্টেডিয়াম নির্মান,খুলনায় ১৫ তলা বিশিষ্ট ক্যান্সার,হার্ট ও কিডনি ইনষ্টিটিউট স্থাপন,খুলনা শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করা সম্ভব হয়েছে।এসময় উপস্থিত ছিলেন,খুলনা জেলা আওয়ামীলীগের সদস্য জামিল খান,পাপিয়া সরোয়ার, খুলনা জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আব্দুল মজিদ ফকির,খুলনা জেলা যুবলীগের সাবেক সহ সভাপতি আজিজুল হক কাজল,সর্দার জাকির হোসেন,খুলনা জেলা যুবলীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মাফুজুর রহমান সোহাগ,সানি,বিধান চন্দ্র,রূপসা উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক গাজী মোহাম্মদ আলী জিন্নাহ,বাকির হোসেন বাকু,সোহেল জোনায়েত, জাকির হোসেন,শেখ কামাল হোসেন,কাজী মালেক,অলঙ্গ চট্রপাধ্যায়,খুলনা জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ ইমরান হোসেন, আব্দুল মজিদ শেখ,বাদশা মিয়া,শফিকুর রহমান ইমন, তারেক আজিজ,সাগর,মিলন,মহিউদ্দিন মানিক,মুছা লস্কর,নুরুল হুদা অঞ্জন,নুরুল হুদা চন্দন,অসকুরুনি বাবু, রফিক,অপু,সম্রাট, আরিফুর ইসলাম কাজল,দীপ সম্রাট, হাসান ফারাজি,ইলিয়াছ প্রমুখ।