রিপোর্টারঃ এম এ শাহিন,জেলা প্রতিনিধি বগুড়া-বগুড়ার শিবগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে ধাক্কা লেগে অন্তত ১২ জন আহত হয়েছেন।আহতের মধ্যে গুরুতর অবস্থায় পাঁচ জনকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়।
সোমবার দিবাগত রাতে উপজেলার কীচক বাজারের ব্রিজের সামনে এ ঘটনা ঘটে।শজিমেক হাসপাতালে চিকিৎসাধীনরা হলেন দিনাজপুরের হিলির সাজ্জাদ, কুলসুম ও শিমুল এবং রাজশাহীর মফিদুল।এছাড়া নাহিদা নামে অজ্ঞাত ঠিকানার আরেক নারী চিকিৎসাধীন রয়েছেন।জানা যায়,রাত সাড়ে আটটার দিকে আলুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কীচক ব্রিজের নিচে পড়ে যায়। সেখানে উদ্ধার কাজে ছিলো আরো দুটি ট্রাক।
এসময় আহাদ পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে হিলি থেকে বগুড়ায় যাবার পথে অসাবধানতাবশত ওই দুই ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে।এতে ১২জন যাত্রী আহত হন।স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।সেখান থেকে পাঁচ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ জানান,দুর্ঘটনায় চার থেকে পাঁচ জন গুরুতর আহত হয়েছে।বাকিদের হালকাভাবে আহতের খবর পাওয়া গেছে।দুর্ঘটনায় কবলিত বাসটি পুলিশী হেফাজতে নেয়া হয়েছে।