রিপোর্টারঃ আবু সায়েম আকন—ঝালকাঠির নলছিটিতে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ বাজারে সিএনজি অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় সি এন জি যাত্রী মা ও মেয়ে নিহত হয়েছেন।এ সময় আহত হয়েছেন চালক সহ আরো দুইজন।সোমবার ৫ জুন ভোর ৫ টার দিকে এ ঘটনা ঘটে।নিহত নারী যাত্রীরা হলেন,রাজাপুর উপজেলার পুটিয়াখালি এলাকার ফিরোজ খানের স্ত্রী হালিমা বেগম( ৩৫)ও তার মেয়ে ছোয়ামনি (১৭)আহত দুইজনকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয়রা জানায়,ভোর ৫ টার দিকে একটি মিনিট্রাক ঢাকা মেট্রো ন- ১৫-২৩ ৩৬ বরগুনার জেলার বামনা থানা হতে ভাঙ্গারি মালামাল নিয়ে বরিশাল যাচ্ছিল।এদিকে বরিশাল থেকে ঝালকাঠিগামী একটি সিএনজি বরিশাল মেট্রো থ ১১-১১১১ অতিক্রম করার সময় ট্রাকের সাথে ধাক্কা লাগে। এসময় সিএনজিতে থাকা ড্রাইভার সহ ৪ জন যাত্রীর মধ্যে ২ জন গুরুতর আহত হয়,অন্যান্যরাও আহত হয়।আহত যাত্রীদেরকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মা ও মেয়ে মারা যায়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন,খবর পেয়ে নলছিটি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।ঘটনার পর পরই ট্রাকচালক পালিয়ে যায় বলে জানা গেছে।