রিপোর্টারঃ মীর ইমরান-মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ১২৭ নং মৌজায় ৩০একর ফলজ বাগান, কৃষি ও বসত বাড়ীর তিন ফসলি জমি অধিগ্রহনের বিরুদ্ধে মানববন্ধন করেন ক্ষতিগ্রস্ত কৃষক ও এলাকাবাসি।
সোমবার ২৬ জুন-২০২৩ইং সকালে শহরের মাদারীপুর আঞ্চলিক ডাল গবেষনা কেন্দ্রের সামনে ক্ষতিগ্রস্ত কৃষকরা ঘন্টা ব্যাপি এ মানববন্ধন করে।মাদারীপুর ডাল গবেষনা কেন্দ্রের ভিতরে বর্তমান ২১একর জমিতে কোন ডাল গবেষনা না করে সেই জমিতে ধান,ঘাষ,আম বাগান,সহ অন্যান্য ফসলের চাষ করেন,তা কোন কাজে আসছে না ডাল গবেষনা কেন্দ্রের, উৎপাদিত এসব ফসল ভাগাভাগি করে নেওয়া হয় বলেও উল্লেখ করেন ডাল গবেষনা কেন্দ্রের আশপাশে এ কৃষকরা।কৃষকরা আরো বলেন ডাল গবেষনা কেন্দ্রের বর্তমান যে জমি রয়েছে সে জমিতে সঠিক ভাবে ডাল গবেষনার কাজে লাগাচ্ছে না,এর পরেও আরো ৩০ একর জমি অধিগ্রহণের চেষ্টা করে সরকারের অর্থ নষ্ট করার চেষ্টা করছে ডাল গবেষনা কেন্দ্রের কিছু অসাধু কর্মকর্তারা।
মাননীয় প্রধানমন্ত্রী তিন ফসলি জমিতে প্রকল্প না নেওয়ার নির্দেশ দেওয়ার পরও কেন আমাদের এ তিন ফসলি জমি দখলের চেষ্টায় করছে আমরা চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়নের আশায় আমরা অপেক্ষা করছি আমরা কোনভাবেই আমাদের এই তিন ফসলি জমি দেবনা।
মাদারীপুর প্রতিনিধি
০১৯১৪ ১৪৫৬১৫
২৬/০৬/২৩ ইং