রিপোর্টারঃ রংপুর প্রতিনিধি–রংপুরের গঙ্গাচড়ায় সংরক্ষিত এক মহিলা ইউপি সদস্যের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহারের ১৮ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।গত মঙ্গলবার রাতে উপজেলার আলমবিদিতর ইউনিয়নের বিদিতর চৌকিদারপাড়ায় অভিযুক্ত ইউপি সদস্যের পিতা মোকসেদ আলীর(৬০) বাড়ি থেকে ১৮ বস্তা চাল ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের একটি টিউবওয়েল উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় মোকসেদ আলীকে আটক করা হয়।প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়,গত মঙ্গলবার উপজেলার আলমবিদিতর ইউনিয়নে ঈদুল আযহা উপলক্ষে বিনামূল্যে অস্বচ্ছল পরিবারে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।ইউনিয়নের ১,২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মারজিয়া আক্তার ময়নার কাছে থাকা ১’শ কার্ড তিনি বিতরণ না করে নিজস্ব লোকজন দিয়ে চাল তুলে তার বাবা মোকসেদ আলী’র বাড়িতে পাঠিয়ে দেন।গোপন সংবাদের ভিত্তিতে রাতেই উপজেলা সহকারী কমিশনার(ভূমি)নয়ন কুমার সাহা মোকসেদের বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে ১৮ বস্তা(১ হাজার কেজি)চাল ও একটি টিউবওয়েল উদ্ধার করেন।
স্থানীয়দের অভিয়োগ গত ঈদেও ৩০ বস্তা চাল তার বাবার বাড়িতে রেখে বিক্রি করে দেন।এমনকি ভিজিটি কার্ড তার আত্মীয় স্বজনের নামে করে দিয়েছেন।মুটোফোনে যোগাযোগ করা হলে ইউপি সদস্য মারজিয়া আক্তার ময়না বলেন,চালগুলো আমার বাবার বাসার।আমাকে ফাসানোর জন্য ষড়যন্ত্র করে ইউএনওকে খবর দিছে।আমি তো বাসায় ছিলাম না আজকে শুনলাম যে আমার বাবাকে পুলিশ ধরে নিয়ে গেছে।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না মুঠোফোনে বলেন,আমরা গোপন সংবাদের ভিত্তিতে চাল উদ্ধার করি।চালগুলো দেখে মনে হচ্ছে সরকারি।কিন্তু চালগুলো সরকারি বস্তায় না থাকার কারনে পুলিশ মামলা নিচ্ছে না।আমরা তদন্ত কমিটি গঠন করে এর সত্যতা উদ্ঘাটন করবো।