রিপোর্টারঃ এম এ শাহিন–বগুড়ায় পাঁচ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের একটি আভিযানিক দল।গ্রেফতারকৃতরা,কক্সবাজার জেলার মিয়া থানার মোচারখোলা এলাকার অং মেবাইলা ডাকনার ছেলে বামং থাইং চাকমা(২৫),অপরজন উখিয়া থানার রাবুংমা চাকমা (৫০)বগুড়া মাদকদ্রব্য অধিদপ্তর অফিস সূত্রে জানা গেছে, বুধবার ২১ জুন-২০২৩ইং বিকালে বগুড়া-রংপুর মহাসড়কের গোকুল বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে অভিযান চালিয়ে এনা পরিবহনের ঢাকা থেকে রংপুরগামী একটি বাসে তল্লাশী চালানো হয়।স্কচটেপ দিয়ে লাগানো অ্যামফিটামিনযুক্ত ৫ হাজার পিস ইয়াবাসহ কক্সবাজার জেলার মিয়া থানার মোচারখোলা এলাকার অং মেবাইলা ডাকনার ছেলে বামং থাইং চাকমা, অপরজন উখিয়া থানার রাবুংমা চাকমাকে গ্রেফক করা হয়।গ্রেফতারকৃত আসামিদের মাদক মামলা দায়ের করে, আদালতে পাঠানো হয়েছে।