রিপোর্টারঃ মাহমুদ হাসান মাসুদ–বুধবার ১৪ জুন ২০২৩ ইংরেজী গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ২নং পারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বিকেল বেলা শুরু হয়ে সন্ধ্যার পরে রাত ৮ টায় এ মত বিনিময় সভা শেষ হয়।মত বিনিময় সভায় বক্তারা আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড তুলে ধরেন।মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাওছার মোল্যা বাবু,সঞ্চালনায় ছিলেন যুগ্ন-সাধারন সম্পাদক শফিকুল ইসলাম রুবেল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক খ.ম সিরাজুল হক।
এছাড়াও উপস্থিত বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার জাহিদ খান, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহিন খন্দকার সহ ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদকগন ।