রিপোর্টারঃ এস আই সুমন–আগামী ১৯ জুন “দেশ ও দেশের মানুষকে বাঁচাতে” বগুড়ায় তারুণ্যের সমাবেশ সফল করার উপলক্ষে আজ বুধবার সন্ধ্যায় সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক বারবার কারা নির্যাতিত নেতা মিজানুর রহমান মিজান এর নেতৃত্বে সদর উপজেলার নুনগোলা ইউনিয়নে সাধারণ জনগন, ব্যবসায়ীদের মাঝে প্রচারণা মূলক লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,ইউনিয়ন বিএনপির সভাপতি বজলুর রশিদ,সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক রকিবুল ইসলাম শিপন,সদস্য সচিব রায়হান আলী,যুগ্ন আহব্বায়ক বগুড়া সদর উপজেলা যুবদল,রাসেদ যুগ্ন আহব্বায়ক বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা বিপুল,শিমুল,এমদাদুল,বিজয় মুন্তাজুর,সাদি,হাসান,সাগর,হোসেন,মামুন সহ নেতৃবৃন্দ।
লিফলেট বিতরণের সময় মিজানুর রহমান মিজান বলেন,আগামী ১৯জুন বগুড়ায় তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হবে,আপনারা ভয়ভীতির উর্দ্ধে থেকে সবাই একজোট হয়ে সভাবেশে যোগ দিবেন ও সফল করবেন ,আর বেশিদিন নয়,এই হায়েনা ভোট বিহীন অবৈধ আওয়ামী সরকারের বিদায় ঘন্টা বেঁজে যাবে ইনশাআল্লাহ এ জন্য তিনি সবাইকে সভাবেশে উপস্থিত হওয়ার আহ্বান জানান।
এস আই সুমন
স্টাফ রিপোর্টার,বগুড়া।
তারিখঃ ১৪/৬/২০২৩ ইং