1. ezequielsreyes@gmail.com : admin : Md.Anamul Haque
  2. XvWRCE@gyT.com : cIjnmEWedk :
  3. tdfRlx@kOGMB.com : pLmXvihCTW :
  4. freelencershakil72@gmail.com : Sr Shakil : Sr Shakil
September 13, 2025, 9:44 am
শিরোনাম :
বগুড়ায় বেগম খালেদা জিয়ার ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে বিএনপিনেতা মাহিদুল এর উদ্যোগে দোয়া মাহফিল নেপাল থেকে দেশে ফিরেছে বাংলাদেশ ফুটবল দল নরসিংদী শিবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা মানবপাচারকারী আব্দুল্লাহ ও তার সহযোগী চক্রের শাস্তির দাবিতে ভুক্তভোগীদের মানববন্ধন ডিপিডিসি সহকারী একাউন্ট এর বিরুদ্ধে গ্রাহকের সাথে অসৎ আচরণের অভিযোগ মনিরুজ্জামান এর বিরুদ্ধে অভিযোগ নিয়ামতপুরে সাংবাদিকদের সাথে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ডাঃ ছালেক চৌধুরীর মতবিনিময় নড়াইলে ০৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে “প্রযুক্তির যুগে স্বাক্ষরতার প্রসার বগুড়ায় নাবালিকা স্কুল ছাত্রীকে ভয় দেখিয়ে ধর্ষণ ডিজিটাল যুগে সাক্ষরতা অপরিহার্য রাঙামাটিতে দিনটি পালিত নড়াইলের লোহাগড়ায় গ্রামের পূর্ব শত্রুতায় একজনকে কুপিয়ে জখম।

খুলনা বিশ্ববিদ্যালয়ের নব নির্বাচিতদেরকে উপাচার্যের শুভেচ্ছা ও অভিনন্দন।

মোসাঃ সাথী বেগম
  • সময়: Saturday, June 10, 2023,
  • 144 Time View

রিপোর্টারঃ মোসাঃ সাথী বেগম-খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচন-২০২৩ সভাপতি পদে ১৩২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এ জেড এম আনোয়ারুজ্জামান (আনোয়ার)ও তার একমাত্র প্রতিদ্বন্দ্বী খুরশিদ আল মেহের(তন্ময়)পেয়েছেন ১৩০২ ভোট।সাধারণ সম্পাদক পদে ১০৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ আকতার হোসেন।নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শরিফুল ইসলাম পেয়েছেন ৭৯৪ ভোট।সহ-সভাপতির পাঁচটি পদে নির্বাচিত হয়েছেন,কে এইচ. মাযহাবুদ্দিন পল্লব,ড.ম.শফিক উর রহমান, মোহাম্মদ তানভীর হোসেন, আনিসুর রহমান তুহিন ও হোসনে আরা পপি।যুগ্ম সম্পাদকের দুইটি পদে নির্বাচিত হয়েছেন,শায়কা ইমাম শান্তা ও মুজাহিদুল ইসলাম।সাংগঠনিক সম্পাদকের তিনটি পদে নির্বাচিত হয়েছেন মোঃ তকদীর রহমান মুকুট,মো. শফিকুল আলম সুজন ও মোঃ মতিউর রহমান মতিন।এছাড়া কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ ইকবাল কবির(বিপুল),অফিস ব্যবস্থাপনা সম্পাদক পদে মোঃ রাশেদুল ইসলাম,অফিস ব্যবস্থাপনা সহ-সম্পাদক পদে ড.সঞ্জয় কুমার চন্দ,জনসংযোগ সম্পাদক পদে ড.মোঃ আজিজুল হাসান পিরু, জনসংযোগ সহ-সম্পাদক পদে মোঃ সোহেল সারওয়ার জাহান,সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে প্রফেসর ড.মুন্নুজাহান আরা,সাহিত্য ও প্রকাশনা সহ-সম্পাদক পদে ড.শেখ তারেক আরাফাত,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. শাতিল ইসলাম,ক্রীড়া ও সাংস্কৃতিক সহ-সম্পাদক পদে এ কে এম হুমায়ুন কবির দেওয়ান,নারী বিষয়ক সম্পাদক আসমা হক(কান্তা),ছাত্র বিষয়ক সম্পাদক পদে ড.আহসান হাবীব(শিমুল),ছাত্র বিষয়ক সহ সম্পাদক পদে মোঃ আব্দুল্লাহ আল মামুন,তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে খন্দকার আজিজুর রহমান, তথ্য ও প্রযুক্তি সহ সম্পাদক করে মোঃ আল মাসুদ উদ্দিন(মনি),সমাজ কল্যাণ সম্পাদক পদে কানিজ ফাতেমা পাপড়ি,সমাজ কল্যাণ সহ-সম্পাদক মো. শহিদুল ইসলাম (শহিদ) নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্য(শিক্ষক কোটা)পাঁচটি পদে নির্বাচিত হয়েছেন ড.মোঃ নূরুন্নবী (রিংকু),মোঃ নাজমুস সাদাত(শুভ),ফাল্গুনী আক্তার,মোঃ মাসুদুর রহমান ও অনুপম কুমার বৈরাগী। নির্বাহী সদস্য (সাধারণ কোটা)১৭টি পদে নির্বাচিত হয়েছেন ড.একেএম আক্তারুজ্জামান বসুনিয়া,তৌহিদ আব্দুল্লাহ, খন্দকার মোহাম্মদ আশরাফুল আলম(লিপন),মো. জাকি-উল-হাসান,মোঃ নাজমুল হুদা,মোঃ শাহিনুর রহমান(কবির),এম এম আরাফাত হোসেন,কবরী বিশ্বাস অপু, হাসান জামিল (জেনিথ),প্রফেসর ড. মোঃ নাজমুল হাসান,মোঃ জাহাঙ্গীর আলম,মোহাম্মদ শামীম কিবরিয়া,মাহামুদুল হাসান(মিল্লাত),মুহাম্মদ মোবারক হোসেন (উজ্জ্বল), রাশেদুল আলম সরকার,সারোওয়ার জাহান ও বিশ্বজিৎ রায়।খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড.মাহমুদ হোসেন।এক অভিনন্দন বার্তায় তিনি নবনির্বাচিতদের কর্মমেয়াদের সাফল্য কামনা করেন এবং আশাবাদ ব্যক্ত করেন-নবনির্বাচিত নেতৃবৃন্দ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সর্বশেষ অবদান রাখতে সক্ষম হবে বলে আশা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খরব
এই ওয়েবসাইটের কোন লেখা,ছবি,অডিও,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host