অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে দেশজুড়ে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচির অংশ হিসেবে বগুড়া জেলা বিএনপির আয়োজনে বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি পালন করতে গেলে নেতাকর্মীদের পুলিশি বাধার সম্মুখীন হতে হয়।
বৃহস্পতিবার ৮জুন-২০২৩ইং বেলা ১১টার দিকে বগুড়া সদরের সাতমাথা এলাকায় নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি(নেসকো) পিসিএলসির অফিসের সামনে অবস্থান নিতে গেলে পুলিশি বাধায় বিএনপির বিদ্যুৎ অফিসের সামনের অবস্থান কর্মসূচি পন্ড হয়ে যায়।এসময় বাধা পেয়ে নেতাকর্মীরা শহীদ খোকন পার্কের সামনে অবস্থান নেন।এ মিছিলের নেতৃত্ব দেন বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা।নেতাকর্মীরা পুলিশের বাধার মুখে পিছু হটে এবং শহরের শহীদ খোকন পার্কের সামনে গিয়ে সাতমাথা-জলেশ্বরীতলা সড়ক অবরোধ করে অবস্থান নেন।এরপর ঘটনাস্থলে উপস্থিত পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে বিএনপির সিনিয়র নেতাদের একটি দল বগুড়া নেসকোর কর্যালয়ে গিয়ে বিদ্যুৎ খাতে সরবারহ নিশ্চিতে স্মারকলিপি জমা দেন।নেসকো বগুড়ার নির্বাহী প্রকৌশলী আব্দুল মুন্নাফ স্মারকলিপি গ্রহণ করেন।স্মারকলিপি জমা দেওয়া শেষে ওই সড়ক অবরোধ রেখেই বিএনপি নেতাকর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ করেন।এ বিষয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম জানান,বিদ্যুৎ অফিস সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা।কোন সংগঠনেরই তার সামনে সমাবেশ করার অধিকার নেই।পুলিশ বিএনপির কর্মসূচিতে বাধা দেয়নি,বরং শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনে সহযোগিতা করেছে