বটিয়াঘাটা নকল নবীশ সমিতির কার্যনিবাহি কমিটি গঠন নিয়ে বাংলাদেশ এক্সট্রা মোহরার(নকল নবীশ) এসোসিয়েশন খুলনা জেলার সভাপতি প্রসাদ মল্লিকের উপস্থিতিতে এক আলোচনা সভা বটিয়াঘাটা রেজিস্ট্রি অফিস চত্বরে অনুষ্ঠিত হয়। সভায় সকল নকল নবীশবৃন্দের এক মতের ভিত্তিতে জেলা নকল নবীন সমিতির সভাপতি প্রসাদ মল্লিক বটিয়াঘাটা এক্সট্রা মোহরার নকল নবীশ এসোসিয়েশনের নব গঠিত কমিটিতে সর্বসম্মতিক্রমে মোঃ আল আমিন হাওলাদারকে সভাপতি এবং মোঃ মহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে নব নির্বাচিত কমিটি ঘোষণা করা হয়।কমিটিতে সোহানী আক্তার আদুরি সহ সভাপতি, গোবিন্দ রায় সহ সভাপতি,অনুপ রায় কোষাধ্যক্ষ, শ্রাবণ মন্ডল সহ কোষাধ্যক্ষ,নুর মোহাম্মাদ সাংগঠনিক সম্পাদক,ময়না খাতুন সহ সাংগঠনিক সম্পাদক,রুপা রায় দপ্তর সম্পাদক,মো:আজমীর হাওলাদার প্রচার সম্পাদক,অসীম বৈদ্য ক্রীড়া সম্পাদক,পপি রানী রায় মহিলা বিষয়ক সম্পাদক,সঞ্জয় রায় সদস্য,দীপ্ত তরফদার সদস্য নির্বাচিত হয়।গত ২৪মে অনুষ্ঠিত এ সভায় আগামী ২বছেরর জন্য উক্ত কমিটি গঠন করা হয়।উল্লেখ্য বটিয়াঘাটা নকল নবীশ সমিতির ৭কক্ষের ১৪জন সদস্যের মতামতের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়।