খুলনা’র বটিয়াঘাটা উপজেলার ১ নং জলমা ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা গতকাল সোমবার বেলা ১২ টায় ইউপি চেয়ারম্যান বিধান রায়’র সভাপতিত্বে স্থানীয় ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় । ইউপি সচিব প্রদীপ কুমার সাহা”র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্বা নিরঞ্জন কুমার রায়, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট মোস্তফা বিলাল,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার,সাংবাদিক পরাগ রায়,পুলিশিং কমিটির সভাপতি দিগন্ত মল্লিক,অবঃপ্রাপ্ত শিক্ষক তুলসী দাস মালাকার,ইউনিয়ন আ’লীগের কোষাধ্যক্ষ সুজয় কান্তি মন্ডল,অবঃপ্রাপ্ত সরকারি কর্মচারী অরবিন্দু মহলদার,উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল হাই খান,ওয়ার্ড আ’লীগের সভাপতি সুপদ মল্লিক,সাধারণ সম্পাদক সুকন্ঠ রায়, সার্ভেয়ার অমরেন্দ্র নাথ মল্লিক,বটিয়াঘাটা রানার্স গ্ৰুপের সভাপতি প্রদীপ হীরা,ওয়ার্ড পুলিশিং কমিটির সভাপতি মোঃ হযরত আলী, সমাজ সেবক মিলন রায় চৌধুরী,ব্যবসায়ী আশিষ টিকাদার,ইউপি সদস্য ও সদস্যা যথাক্রমে পার্থ প্রতিম রায় মিঠু, মনোয়ারা খাতুন শিউলি,দেবব্রত মল্লিক দেবু, আলহাজ্ব শহিদুল ইসলাম লিটন,আলহাজ্ব আব্দুল আজিজ,তপতী রাণী বিশ্বাস,রেজাউল সরদার রেজা,গৌরাঙ্গ হালদার,মোঃ আশরাফুল ইসলাম আলম,পেয়ারা বেগম,হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ফাল্গুনী হোসেন ,উদ্যোক্তা জয়ন্ত কুমার রায়, শিউলি বিশ্বাস সহ গ্ৰামপুলিশ সদস্যবৃন্দ।সভায় মোট ৫কোটি,৭লক্ষ,৫২ হাজার,৯ শত ৬২ টাকার বাজেট ঘোষণা করা হয়।