নড়াইল জেলার কালিয়া থানাধীন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা সাহেবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন হামিদপুর ইউনিয়নের বেসরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক,কালিয়া থানা আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ ও টিপু মোল্লা,শীতলবাটি বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক-প্রদীপ কুমার বিশ্বাস,দক্ষিণ পেড়লী বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক-তাপস কুমার সরকার,উত্তর যাদবপুর বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানারা খাতুন,দক্ষিণ পেড়লীস্হান বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারমিনজাহান নুর,শেখ আনছার উদ্দিন শিশুকল্যান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম,মচন্দপুর বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন,বুড়িখালী পিরোস্হান প্রধান শিক্ষক কুলসুম খানম,২০মে-২০২৩ইং রোজ শনিবার বিকাল ৫টার সময় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের সচিব মোঃ খাজা মিয়াকে উপস্থিত শিক্ষক শিক্ষিকা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গন ফুলেল শুভেচ্ছা জানালেন।তিনি বলেন বে-সরকারী প্রতিষ্ঠানগুলো সরকারীকরণ করার জন্য ব্যবস্থা নেওয়া হবে।এলাকার গণ্যমান্য ব্যক্তিদের পেয়ে আনন্দ প্রকাশ করেন।পৃথক পৃথক বক্তব রাখেন শিক্ষকবৃন্দ ও আঃলীগের দলীয় নেতাগন সেই সাথে সাধারন মানুষ সুবিধা অসুবিধা তুলে ধরেন।দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার নড়াইল সদর থানার প্রতিনিধি মোঃ জুয়েল শরীফ উপস্থিত ছিলেন।