নড়াইল সদর উপজেলার বলরামপুর নূরানী ও হাফেজিয়া মাদরাসার শিক্ষক কামরুজ্জামান নামে একই মাদরাসার শিক্ষার্থীর করা যৌন নিপিড়নের মামলা প্রত্যাহার ও দোষিদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রোববার ৭মে-২০২৩ইং বিকালে বলরামপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে নূরানী ও হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা তাদের বক্তব্যে শিক্ষক কামরুজ্জামানের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার করে মুক্তির দাবি করেন।অন্যথায় কঠোর আন্দোলনের ডাক দিবেন বলে জানান।উল্লেখ্য,গত ৫মে বলরামপুর নূরানী ও হাফেজিয়া মাদরাসার শিক্ষক কামরুজ্জামানের বিরুদ্ধে এক ছাত্রীকে (১০)যৌন নিপিড়নের অভিযোগ ওঠে।পরে ওই ছাত্রীর মায়ের করা মামলায় গ্রেপ্তার হন মাদরাসা শিক্ষক।বর্তমানে ওই শিক্ষক কারাগারে রয়েছে।