নড়াইল জেলার নড়াগাতী থানার পানিপাড়া গ্রামেটি এম মাহবুব আলম রেজার বাড়িতে গত ২৫ এপ্রিল একটি চুরির ঘটনা ঘটে।বসত বাড়ির মেইন গেট এর তালা খুলে চারটা মোবাইল সহ নগদ টাকা চুরি করে একটি চোর চক্র।চুরির ঘটনায় ভুক্তভোগী পরিবার নড়াগাতী থানার মামলা করেন।নড়াগাতী থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহার তত্ত্বাবধানে চুরির রহস্য উদঘাটনের লক্ষ্যে অভিযানে নামে পুলিশ।কিন্তু মোবাইল গুলোর IMEI নাম্বারগুলো সংগ্রহে না থাকায় অনেক ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে এস আই/মো: ফিরোজ আহম্মেদ উক্ত মোবাইল গুলোর IMEI সংগ্রহ পুর্বক ট্রাকিং করে চোরাই মোবাইল গুলোর অবস্থান সনাক্ত করে।এস.আই ফিরোজ ও এস.আই নজরুল ইসলাম সংগীয় ফোর্সসহ নড়াগাতী থানাধীন পানিপাড়া গ্রামের শহিদুল মোল্লার ছেলে শাকিল আহম্মেদ(২২)কে ৩টি চোরাই মোবাইল ফোনসহ যশোর থেকে আটক করে। শাকিলকে জিজ্ঞাসাবাদ করলে সে তার সহযোগী শাহিনের নাম প্রকাশ করে।সে পানিপাড়া গ্রামের মান্নান মোল্লার ছেলে।এ সময় তার নিকট থেকে ১২ পিস ইয়াবা ও ১টি চোরাই মোবাইল ফোন জব্দ করা হয়।এছাড়া ভিন্ন মামলায় আরও দুই জন আসামিকে গ্রেপ্তার করা হয়।নড়াগাতী থানা ইনচার্জ (ওসি)সুকান্ত সাহা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন এবং আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান।