উখিয়া টেকনাফ সংসদীয় আসনের ইসলামী ঐক্যজোটের সাবেক সংসদ সদস্য প্রার্থী
হ্নীলা জামিয়া দারুসসুন্নাহর প্রতিষ্ঠাতা পরিচালক
আলহাজ্ব আবুল মন্জুর ফকীর রাহ.’র সহধর্মিণী,
জামিয়া ইসলামীয়া টেকনাফের প্রধান পরিচালক মুফতী কিফায়াত উল্লাহ শফীক(দাঃবাঃ)এর শাশুড়ি, জননেতা এনামুল হক মন্জুর দা.বা.এর মমতাময়ী মা ইন্তেকাল করেছেন।ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।আজ জুমার কিছুক্ষণ আগে চিকিৎসাধীন অবস্থায় মহান প্রভুর সান্নিধ্যে হাজির হন।আমরা মারহুমার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করছি।আজ ১৭ মার্চ’২৩ ইং জুমাবার বিকেলে গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় কক্সবাজার ইসলামী ঐক্যজোট জেলা শাখার সভাপতি মাওলানা এহসান হাবীব স্বাক্ষরিত এক বৃবিতে বলেন,এই মহিয়সী মারহুমার ইন্তেকালে আমরা গভীর সমবেদনা প্রকাশ করছি।উল্লেখ্য আজ বাদ এশা রাত নয় ঘটিকার সময় হ্নীলা জামেয়া দারুসসুন্নাহ ময়দানে মরহুৃমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।