১৯২০সালের ১৭মার্চ ভারত উপমহাদেশের বঙ্গ প্রদেশে জন্ম নেন।ইতিহাসের বরপুত্র বাংলার রাখাল রাজা শতাব্দীর মহানায়ক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।একশ তিন বছর আগে এমনি একদিনে ধুলোর ধরনীতে এসেছিলেন বাঙ্গালী জাতির মহানায়ক।ব্রিটিশ শাসন শোষনের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠ মুজিব ভাই পরবর্তী সময়ে হয়ে উঠেন বাঙ্গালী জাতির মুক্তি সংগ্রামের অগ্রনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শৈশব কৈশোর যৌবনে বারবার প্রতিবাদের ঝড় তুলেছেন সংগ্রামী এই মানুষটি ৫২’র ভাষা আন্দোলন থেকে ৭১এর মুক্তিযুদ্ধ বাঙ্গালী জাতির ইতিহাস রচিত হয়েছে যার নেতৃত্বে যাকে জানলে আমরা জানতে পারবো বাংলাদেশকে।
আজ সেই অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস বিনম্র হে জাতির পিতা।
দুরান্ত টিভি-সম্পাদক ও প্রকাশক মোঃ এনামুল হক- নড়াইল জেলা।১৭মার্চ-২০২৩ইং রোজ শক্রবার।