ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চ ঘাট থেকে অবৈধ মাদকদ্রব্য ১০কেজি গাঁজাসহ রনি(৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের একটি টিম।শনিবার(৪মার্চ)দুপুর ৩টায় ভোলা ইলিশা লঞ্চঘাট থেকে ভোলা ইলিশা পুলিশ তদন্তকেন্দ্র ইনচার্জ এস আই মোঃ গোলাম মোস্তফার নেতৃত্বে এস আই মোঃ রিয়াজ,এএস আই মোঃ সুজন মাঝী,এএস আই মোঃ রিপন,কনস্টেবল মোঃ জসিম উদ্দিন, মেজবাউল,ইমরান,মাসুম বিল্লাহসহ পুলিশের একটি চৌকস টিম ইলিশা লঞ্চঘাটে মাদক বিরোধী অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য ১০কেজি গাঁজাসহ মোঃ রনি ৩৫ নামের সেই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।রনি কুমিল্লা মহানগরের ১০নং ওয়ার্ডের বাদুরতলা এলাকার বাসিন্দা মৃত সিরাজুল ইসলামের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়,গ্রেফতারকৃত রনির স্বীকারোক্তি অনুযায়ী সে ইলিশা থেকে এই মাদক নিয়ে ভেদুড়িয়া লঞ্চঘাট হয়ে স্পিডবোটে বরিশাল যাবে বলে সিদ্ধান্ত নিয়ে ছিলেন।এ বিষয়ে ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা জানান,গ্রেফতারকৃত রনির বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন আছে।