বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় ডোমকান্দি গ্রামবাসীর আয়োজনে ৩রা মার্চ শুক্রবার বিকেলে ডোমকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডি আই জি (প্রশাসন ও লজিস্টিক)হামিদুল আলম মিলন।
খেলায় সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য ওয়াহেদুন্নবী গোলাপ মন্ডল,সহ সভাপতিত্বে ছিলেন আফতাব হোসেন দোলা মন্ডল,নজরুল ইসলাম বাদশা মন্ডল ও মন্টু মন্ডল।সঞ্চালনা করেন বজলুর রশিদ বিপ্লব মন্ডল।আকতারুজ্জামান রাজু মন্ডল ও ইউপি সদস্য ফজলুর রহমান রুমন এর আমন্ত্রণে বরেণ্য অতিথি ছিলেন,নজরুল ইসলাম, মনিরুজ্জামান বকুল মন্ডল,সোহানুর রহমান রাঙ্গা, সাজু আকন্দ প্রমুখ।দহপাড়া বনাম কালারতাইড় এই দুই গ্রামের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় দহপাড়া গ্রাম বিজয় লাভ করেন।প্রথম পুরুষ্কার একটি,গরু এবং দ্বিতীয় পুরুস্কার একটি ছাগল।খেলা শেষে প্রধান অতিথি হামিদুল আলম মিলন প্রথম পুরুস্কার একটি গরু দহপাড়া গ্রামের অধিনায়কের হাতে তুলে দেন।খেলায় সার্বিক সহযোগিতা করেন অত্র গ্রামের সকলে।
মোঃ ফরহাদ হোসেন
বগুড়া প্রতিনিধি
০১৭৫৫৪২৭৭৯২