নড়াইল চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ হাসানুজ্জামানের পৌরসভার মাছিমদিয়ার বাড়িতে দুধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।২০শে ফেব্রুয়ারি-২০২৩ইং রোজ সোমবার ভোর রাত ৪টার দিকে ৯/১০ জনের সশস্ত্র ডাকাতদল ব্যবসায়ী হাসানুজ্জামান ও তার স্ত্রীকে হাত পা বেঁধে নগদ আনুমানিক ত্রিশ থেকে বত্রিশ লাখ টাকা,পয়ত্রিশ ভরি স্বর্ণালংকার,লাইসেন্স করা দুইটি আগ্নেয়াস্ত্র ও গুলি লুট করে নিয়ে যায়।পুলিশ ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায় মাছিমদিয়াস্থ ঠিকানা দোতলা বাড়িতে ওয়াল টপকে বাড়ির চত্বরে প্রবেশ করে ডাকাতদল।পরে জানা যায় গ্রিল কেটে ঘরের ভিতর প্রবেশ করে সশস্ত্র ডাকাতদল।নড়াইলের পুলিশ সুপার সাদিরা খাতুন জানান,এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।