গাইবান্ধার সুন্দরগঞ্জে যৌতুক না পেয়ে শিউলি খাতুন(২৩)নামে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী ফারুক মিয়ার বিরুদ্ধে। এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন নির্যাতিত ওই নারী।শনিবার ১১ ফেব্রুয়ারি-২০২৩ইং সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামালহাটের মতিনপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ফারুক মিয়া ওই গ্রামের সুলতান মিয়ার ছেলে।অভিযোগ সূত্রে জানা যায়,২০১৬ সালের ১৫ সেপ্টেম্বরে পার্শ্ববর্তী রংপুর জেলার পীরগাছা উপজেলার কান্দির হাটের ছোলেমান মিয়ার মেয়ে শিউলির সাথে বিয়ে হয় সুন্দরগঞ্জ উপজেলার জামাল হাটের মতিনপুর গ্রামের সুলতান মিয়ার ছেলে ফারুক মিয়ার।বিয়ের পর মেয়ের সুখের কথা ভেবে দরিদ্র বাবা ছোলেমান এক লাখ টাকার সাথে ৮০হাজার টাকার আসবাবপত্রও দেন।বছর চারেক আগে একটি ছেলে সন্তানের জন্মদানের পর থেকে যৌতুক হিসেবে আরও দুই লাখ টাকা আনার জন্য শিউলিকে চাপ দেয় স্বামী ফারুকসহ অন্যরা।দাবিকৃত টাকা এনে দিতে অস্বীকার করায় শনিবার সকালের দিকে স্বামী ফারুক মিয়া, শ্বাশুড়ি কহিনুর, শ্বশুর সুলতান মিয়া এবং ননদ শিউলি আক্তার লাঠি দিয়ে মারপিট করলে মাটিতে পড়ে যায় ওই গৃহবধূ। পরে স্বামী ফারুক ধারালো ছোরা দিয়া তার ডান চোখের নিচে গুতা দিলে কেটে রক্তাক্ত হন গৃহবধূ। গৃহবধূর চিৎকারে তাকে রক্ষায় ছুটে আসেন ৩ নারী। পরে শিশুসন্তানসহ বের করে দিলে হাসপাতালে ভর্তি হন ওই গৃহবধূ।হাসপাতালে গিয়ে দেখা যায়, ডান চোখের একটু নিচে মারাত্মক জখমের চিহ্ন নিয়ে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেডে শুয়ে আছেন শিউলি নামের ওই গৃহবধূ। অজানা আশংকায় দু’চোখ যেন ছলছল করছে তার।
নির্যাতিতা গৃহবধূ শিউলি খাতুন বলেন,আগে স্ত্রী ও সন্তান ছিল,তা গোপন করে আমাকে বিয়ে করেছিল।এটা জানার পরেও তা আমি মেনে নিয়েছি।তারপরও স্বামী ও শ্বাশুড়ি দীর্ঘদিন ধরে বাবার বাড়ি থেকে দুই লাখ টাকা আনার জন্য চাপ সৃষ্টি করেছে এবং তা এনে দিতে অপারগতা প্রকাশ করায় আমাকে মারপিট ও ছুরি দিয়ে জখম করে আমার স্বামী।এ নিয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।’অভিযোগের বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সরকার ইফতেখারুল মোকাদ্দেমের সাথে যোগাযোগ করা হলে তিনি গুরুত্বপূর্ণ মিটিংয়ে রযেছেন বলে জানা যায়।
মোঃ হারুন অর রশিদ রাজু
গাইবান্ধা প্রতিনিধি
০১৭৪০১৫৬২১৩