গতকাল জামালপুর জেলায় ৭ফেব্রুয়ারি-২০২৩ইং রোজ মঙ্গলবার রাতে কাপ ব্যাডমিন্টন টুনামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা কাপ ব্যাডমিন্টন টুনামেন্টের ফাইনাল খেলার অনুষ্ঠানে পুরস্কার বিতরন করলেন।মোট ৬টি দল অংশগ্রহন করে।দলগুলো লাউচাপড়া,অরুণিমা,অমরাবতী,মৃত্যন্জয়ী,অন্তরা ও অন্যান্যদল।এ খেলায় লাউচাপড়াটীম চ্যাম্পিয়ন ও অমরাবতীটীম রানার্সআপ এর মর্যাদা লাভ করে।প্রতিটি টীম তাদের পছন্দ অনুযায়ী নাম বাছাই করে খেলায় অংশগ্রহন করে।অপার সৌন্দর্যের লীলাভূমি লাউচাপড়া গারো পাহাড় ও অবসর বিনোদন কেন্দ্রকে ভালোবাসে নাম বাছাই করা হয় লাউচাপড়াটীম।
অপরদিকে অমরাবতী,অরুণিমা,অন্তরা ও অন্যান্য নামগুলো যথাক্রমে বকশীগন্জ উপজেলার সরকারি কর্মকর্তাদের জন্য নির্মিত বাসভবনগুলোর নামে নামকরন করে।সবশেষে মৃত্যন্জয়ী নামটি এসেছে জীবন যুদ্ধে হার না মানা বকশীগন্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি মৃত্যন্জয়কে ভালোবেসে ও শ্রদ্ধা জানিয়ে।মৃত্যন্জয়ের পাশে উপজেলা প্রশাসন সবসময় ছিলেন,বর্তমানে আছেন এবং ভবিষ্যতেও থাকবে।
অভিনন্দন বিজয়ী দলকে ও সেই সাথে শুভকামনা সকলটীমের জন্য সুন্দর এই খেলাটি উপহার দেয়ার নেপথ্যে সম্মানীত অফিসারবৃন্দ যে অক্লান্ত পরিশ্রম করেছেন সেজন্য সকলকে জানান আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।অফিসারদের এ বন্ধন আরও দৃঢ় ও অটুট হোক এই প্রত্যাশা কামনা করেন।