সুন্দরগন্জে গত সোমবার পেশাগত দায়িত্ব পালন করে রাত ৯টায় বাড়ি ফেরার পথে ধোপাডাঙ্গা নতুন বাজারে পারিবারিক পূর্বশত্রুতাবশতঃ জাহাঙ্গীর আলম চৌধুরী সুজা,আমজাদ হোসেন লাল,জাহাঙ্গীর আলম আবুশামাসহ ৬/৭ সুন্দরগজ্ঞ প্রেসক্লাবেরসহ সভাপতি সাংবাদিক শামছুল হকের অচংঘাত পথরোধ করে হত্যার উদ্দেশ্যে গলাচিপে ধরেরাস্তায় ফেলে মারপিট করে ও টাকা ছিনিয়ে নেয়।পরে সাংবাদিকের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অসুস্হ অবস্থায় উদ্ধার করে সুন্দরগঞ্জ হাসপাতালের ইমারজেন্সি বিভাগে চিকিৎসা করায়।এঘটনায় সাংবাদিক শামছুল হক ওইদিন রাত্রি অনুঃ১১টায় ঘটনার সাথে জড়িত ৬জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় এজাহার দায়ের করেন।ঘটনার পরদিন এসআই তৌফিকের তদন্তে বাজারের ব্যবসায়ী ও সাধারণ লোকজন ঘটনার সত্যতা নিশ্চিত করে।সরোজমিনে তদন্তে ঘটনা প্রমাণিত হওয়ার পরেও তিনদিনেও মামলা রেকর্ড করেননি ওসি সুন্দরগঞ্জ।কোন খুঁটির জোরে সাংবাদিকের মামলা রেকর্ড করা হচ্ছে না-তা জানতে চায় সচেতন মহল?
মোঃ হারুন অর রশিদ গাইবান্ধা প্রতিনিধি।
মোবাইল ০১৭৪০১৫৬২১৩
তাং০১/০২/২৩