রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার ঐতিহ্যবাহী ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে অত্র বিদ্যালয়ের ২০২২ সালের ৮ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।অদ্য ২৯ই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার সকাল ১১ঘটিকার সময় বিদ্যালয়ের শ্রেণী কক্ষে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি জনাব হাজ্বী শাহজাহান হাওলাদারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা শিক্ষা অফিসার জনাব তাজুরুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার জনাব আব্দুল করিম,ইনস্ট্রাক্টর শাহ আলম।এতে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য এবং বর্তমান ইউপি সদস্য এমদাদুল হক মিলন, ইউপি সদস্য বাদশাহ আলমগীর,সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদিন,শিল্পী বেগম,ওয়ংসাংথুই মারমা,বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুইচিং হ্লা মারমা, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষীকা মণ্ডলী, গণমাধ্যমকর্মী হাবীবুল্লাহ মিসবাহসহ বিদ্যালয়ের সকল শ্রেনীর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এতে অতিথিগণ শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের উৎসাহ এবং উদ্দীপনামুলক দিক নির্দেশনা প্রদান করেন।