রিপোর্টারঃ মোঃ আল আমিন শিকদার,শিবচর মাদারীপুর–শিবচরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দত্তপাড়া ইউনিয়ন বিএনপির বর্ণাঢ্য আনন্দ র্যালি ০৪ সেপ্টেম্বর ২০২৫: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এক বর্ণাঢ্য আনন্দ র্যালি নিয়ে উপজেলা সদরে যোগ দেন।
দুর্দিনের কান্ডারী শিবচর উপজেলা বিএনপির মাটি ও মানুষের নেতা দুঃসময় রাজপথের সৈনিক
ইয়াজ্জেম হোসেন রোমানের নেতৃত্বে
বিশাল এক রেলী আনন্দ মিছিল।
দত্তপাড়া থেকে বের হওয়া এই বিশাল র্যালিটি শিবচর উপজেলা বিএনপির আনন্দ শোভাযাত্রায় মিলিত হয়।
এ সময় র্যালিতে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ তাইজুল ইসলাম,দত্তপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল খান,সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান মনির,সাবেক শ্রমিক নেতা আল আমিন শিকদার,রুস্তম বেপারী,মাহবুব আলমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতা-কর্মী বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী ও আনন্দ র্যালীতে সমবেত হয়।