রিপোর্টারঃ সাইফুল হাসান,বিশেষ প্রতিনিধি-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বুধবার সকালে বর্নাঢ্য র্যালী ও সমাবেশের আয়োজন করে উপজেলা বিএনপি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ও গোপালগঞ্জ -১ (মুকসুদপুর -কাশিয়ানী উপজেলা) আসনে মনোনয়ন প্রত্যাশী সেলিমুজ্জামান বলেছেন,আগামী ফেব্রয়াারি মাসের মধ্যে জাতীয় নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দল ও সরকারে ঐকমত্য তৈরি হয়েছে।অথচ নির্বাচন অনুষ্ঠান নষ্যাত করতে কোন কোন ফ্যাসিবাদি দালালরা ষরযন্ত্র করছে।যে কোন ষরযন্ত্র মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে। জাতীয় সংকট সমাধান ও দেশে গনতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের কোনো বিকল্প সমাধান নেই।কিন্তু একটি চিহ্নিত মহল এই ঐকমত্যের বিপরীতে দাঁড়িয়ে নির্বাচন তথা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বানচালের অপচেষ্টা করছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কাশিয়ানী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বুধবার সকালে বর্নাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়।উপজেলা দলীয় কার্যালয় থেকে র্যালীটি বের হয়ে উপজেলার পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শহীদ মিনার ময়দানে সমাবেশে সভাপতিত্ব করেন কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে আরো বলেন, স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তলাবিহীন ঝুরি বাংলাদেশ কে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলেছিলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ নয় বছর স্বৈরাচার বিরোধী হোসাইন মোহাম্মদ এরশাদ এর বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশকে উপহার দিয়েছিলেন সু সংগঠিত গণতন্ত্র,আগামীর রাস্ট্র নায়ক তারেক রহমান বিদেশের মাটিতে থেকে দীর্ঘ ১৬ বছর এ দেশের জনগন নেতাকর্মী ও ছাত্রজনতাকে সঙ্ঘবদ্ধ করে আওয়ামী লীগকে বিতাড়িত করেছে।
এ সময় বিশেষ অতিথি ছিলেন, যুবদলের সাবেক সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পি।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জায়েদার রহমান,যুবদলের আহবায়ক এনামুল হক শিমুল, সদস্য সচিব আরিফুর ইসলাম পাবেল,সেচ্ছাসেবক দলের আহবায়ক ফুরকান শরীফ টিটো, ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক শোজাউদ্দিন শিকদার অপুসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সহ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিরু মৃধা।